welftion - وعلفشن - ওয়েলফশন আবেদন করুন

 Apply Now


Welftion Members Application form
ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সদস্য আবেদন ফরম। ওয়েলফশন সদস্য হওয়ার জন্য ফরম পূরণ করা আবশ্যক নহে। কল্যাণকামী হওয়া আবশ্যক।
Welftion Human Welfare Association. ওয়েলফশন তোমার আমার সংগঠন।


#Welftion #وعلفشن #ওয়েলফশন
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

•"সততায় আমরা" •"কল্যাণে আমরা" °"একতায় আমরা" °"শান্তিতে আমরা"

ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ
বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন।

প্রবর্তন : ০৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ

E-mail : welftion@gmail.com

ভূমিকাঃ সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। ওয়েলফশন - মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে এই সংগঠন টি আত্মপ্রকাশ করে।
যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।

আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।

সংগঠনের নামঃ
এই সংগঠনের নাম “ওয়েলফশন কল্যাণ সংঘ”।
ডাক নাম : 'ওয়েলফশন মানবকল্যাণ সংঘ'
(EN- Welftion Human Welfare Association)

অন্য নাম : " ওয়েলফশন শান্তি সংঘ" ( Welftion Quiets Association )

স্লোগান
স্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"

নীতিবাক্য : "সততায় আমরা" "কল্যাণে আমরা"শান্তিতে আমরা"

সংগঠনের ধরন:
অলাভজনক প্রতিষ্ঠান, কল্যাণমূখী, সমাজসেবা মূলক,উন্নয়ন মূলক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

সংগঠনের মুলমন্ত্র (মূলনীতি) :
” একতা, সততা, (ঐক্য), সহযোগিতা, বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ, শিক্ষা, শান্তি, উন্নতি” ওয়েলফশনের মূলনীতি।

প্রধান প্রবর্তক : তৌফিক হোসাইন
প্রতিষ্ঠিতা সদস্য : ওয়াহিদুল্লাহ্ কাওছার, তৌফিক হোসাইন,মোঃ রাকিব মিয়া।

শর্তাবলীঃ
শর্ত :
• ভালো যে কোনো কাজ করা যাবে এবং খারাপ যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।
• ইসলাম দ্বি-পন্থী, এবং রাষ্ট্রীয় আইন বিরুদ্ধী কোনো কাজ করা যাবে না।
• উদ্ধতন কর্মকর্তাদের প্রতি অনুগত থাকতে হবে।
• অন্য যে কোনো কাজের থেকে সংগঠনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।
• অবশ্যই দায়িত্বশীল হতে হবে।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তথা স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।

Stay connected with us"
আমাদের সাথে যুক্ত থাকুন
Twitter :- https://www.twitter.com/welftion
🚩Page : https://www.facebook.com/WELFTION

🔗 https://sites.google.com/view/welftion/