বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সময় পরিবর্তনশীল

2019-2022 History



সময় পরিবর্তনশীল তাই এর সাথে সম্পৃক্ত সকল কিছুই পরিবর্তন ঘটে।
একটা উদাহরণ দেই ২+৫=৭
২ (দুই) হলো একটি সংখ্যা এখানে + (যোগ) একটি চিহ্ন যা দ্বারা মুলত একত্র করা কে নির্দেশ করে। অর্থাৎ যোগ চিহ্ন ২ ও ৫ কে প্রভাবিত করে তাদের রূপের পরিবর্তন সংগঠিত হয় যা ৭ তে রুপান্তর করে।
এখন আপনার জীবনের সময় কে বাম পাশের সংখ্যার সাথে তুলনা করতে পারেন। ছোট সমস্যা বিয়োগ (-) বড় সমস্যা (÷) তাহলে ছোট সাফল্য (+) বড় সাফল্য (×) ডান পাশের সংখ্যা আপনার কর্ম বা চেষ্টা বাম পাশের সংখ্যা আপনার সময়

[+,-,×,÷) চিহ্ন গুলো  [ভাগ্য] Destiny:নিয়তি। যেখানে আপনার কোনো হাত নেই।

বিস্তারিত হিসাব মিলিয়ে দেখি :

[ সময় ]  (আপনার নিয়তি)  {আপনার কর্ম} = <ফলাফল>

✪[৪] (+) {৩} = <৭>
✪ [৭] (×) {৩} = <২১>
✪ [10] (÷) {5} = <2>
✪ [500] (-) {495} = <5>
====
[ সময় ]  (আপনার নিয়তি)  {আপনার কর্ম} = <ফলাফল>
∞ 21+7= 28
∞ 21×7 =147
∞ 21÷7 = 3
∞ 21-7 = 14

➤ 0-7=0
➤0×7=0
➤0+7=7
➤0÷7=0

⇨7-0=7
⇨7×0=0
⇨7+0=7
⇨7÷0=0

গভীর চিন্তা ভাবনা করলে আরও ভালে ভাবে বুঝতে পারবেন।

এই হলো জীবনের সমীকরণ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে প্রাপ্ত ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

©Muhammad Towfiq Sultan Al Towfiqi

® Welftion || وعلفشن || ওয়েলফশন

Tags :

bm

By Mohammad Towfiqi Hossain Al Towfiqi

Seo Construction

I like to make cool and creative designs. My design stash is always full of refreshing ideas. Feel free to take a look around my Vcard.

  • By Mohammad Towfiqi Hossain Al Towfiqi
  • February 04
  • 145/7 Welftion Office Road,Welftion City,Muslim kingdom
  • contact@welftion.com
  • +8809638608760